ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এনামুল (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

সোমবার (২২ মার্চ) সকালে গোমস্তাপুর-চৌডালা সড়কের বেলাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল শিবগঞ্জ উপজেলার চাপাপুকুর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এনামুল সকালে বেলাল বাজারের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।