চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এনামুল (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২২ মার্চ) সকালে গোমস্তাপুর-চৌডালা সড়কের বেলাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এনামুল সকালে বেলাল বাজারের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআই