ঢাকা: দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পিকে হালদারের সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে আনা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় আনা হয়।
এর আগে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পিকে হালদারের সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে দুপুরের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
এর আগে রোববার (২১ মার্চ) ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে 'কাগুজে প্রতিষ্ঠানের' পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
** পিকে হালদারের সহযোগী শুভ্রাকে গ্রেফতার করেছে দুদক
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসএমএকে/আরআইএস