ঢাকা: ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে অন্য জেলার সঙ্গে রেলপথে কক্সবাজার যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সোমবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের একথা জানান।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ১০টি প্রজেক্টের মধ্যে রেলওয়ের দু’টি অগ্রাধিকার প্রজেক্ট রয়েছে। একটি হচ্ছে পদ্মা লিংক, আরেকটা হচ্ছে চিটাগাংয়ের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ।
তিনি বলেন, আগামী বছরের জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেলপথের প্রজেক্ট শেষ হওয়ার কথা। এই লক্ষ্যেই আমাদের প্রজেক্টের কাজ এগিয়ে চলেছে। প্রজেক্টের অগ্রগতিও সন্তোষজনক। তবে আমরা আরও অতিরিক্ত ছয় মাস আমাদের হাতে গ্রাস পিরিয়ড রেখেছি।
‘জুনের মধ্যে যদি আমরা কাজ শেষ করতে নাও পারি, তাহলে গ্রাস পিরিয়ড ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের অন্য জেলার সঙ্গে রেলপথে কক্সবাজারকে সংযুক্ত করতে পারবো।
***ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলাচলের ঘোষণা দেবেন হাসিনা-মোদী
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরকেআর/এএ