ঢাকা: দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর মতিঝিলের বক চত্বরে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সাততলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২২ মার্চ) বিকেল ৩ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।
তিনি বলেন, প্রায় দুইঘণ্টা চেষ্টায় বিজেএমসি ভবনের সাততলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে এ আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএমআই/ওএইচ/