ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ( ২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের ঢাকা সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি বার্তা পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/ওএইচ/