ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় না.গঞ্জে ১১০ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
মাস্ক না পরায় না.গঞ্জে ১১০ জনকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ মার্চ) দিনব্যাপী নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, চাষাঢ়া মোড়, মদনপুর, দ্বিগু বাজারসহ শহরের বিভিন্ন স্থানের গণপরিবহনে, রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টার ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধ্যা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা ও একইসঙ্গে জরিমানা করা তা আদায় করা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে। ’

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান ও মেহেদী হাসান ফারুক এ অভিযান পরিচালনা করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।