ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
মণিরামপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

যশোর: যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেহালপুর ইউনিয়নের গোপালপন্ডিত খাল পাড়ের পবিত্র বিশ্বাসের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপালপন্ডিত খাল এলাকার আড়পাতা বিলে পবিত্র বিশ্বাসের একটি মৎস্য ঘের রয়েছে। বুধবার বিকেলে বিলে কাজ করতে যাওয়া লোকজন ওই ব্যক্তিকে সেই ঘেরের পাড়ে বসে থাকতে দেখেন। পরে বিকেল পাঁচটার দিকে ঘেরের পাশে একটি ধানক্ষেতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।