ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় খতিবর রহমান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত খতিবর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের আফসার আলীর ছেলে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের জিবুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে জানান, মোটরসাইকেল চালিয়ে বুড়িমারী থেকে পাটগ্রাম শহরে যাচ্ছিলেন খতিবর রহমান। জিবুরবাড়ি স্কুলের সামনে পৌঁছলে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খতিবর রহমানের মৃত্যু হয়। চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।