ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৩৯ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এমএমআই/ওএইচ/