ঢাকা: রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানার শহীদ নগরের জুরাইনের কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ মিঠু চৌধুরী (৩৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, তার বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
পিএম/এমজেএফ