টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন থেকে হতদরিদ্র্যদের জন্য সরকারের বরাদ্দকৃত ওএমস’র ৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসব চাল জব্দ করেন।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বাংলানিউজকে জানান, উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আউলাতৈল এলাকায় সরকারের খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ব্যাটারি চালিত দু’টি অটোরিকশা থেকে ৪৮ বস্তা (১২০০ কেজি) চাল জব্দ করা হয়। চালগুলো স্থানীয় খাদ্য বিভাগের ডিলার ইয়াসিন আলীর বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআই