পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকচাপায় করিমা খাতুন (৩৮) নামে এক নারী পথচারীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ব্যাটারিচালিত ইজিবাইকের দুই নারী যাত্রীসহ তিনজন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার জজ কোর্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিমা একই উপজেলার ব্যারিস্টার বাজার এলাকার রমজান আলীর স্ত্রী।
আহত তিনজন হলেন- ইজিবাইক চালক মইনুল ইসলাম (৩৮), যাত্রী ফাহিমা খাতুন (৩৫) ও শাহানা বেগম (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জজ কোর্টের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন করিমা। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কায় দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক এসে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই করিমার মৃত্যু হয়। এছাড়া ইজিবাইক চালকসহ ওই তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফাহিমা ও শাহানাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বাংলানিউজকে জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস