নওগাঁ: নওগাঁর পোরশায় রুবেল (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কালাইবাড়ি বাজারে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে।
রোহিঙ্গা যুবক রুবেল বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনি পালিয়ে আসেন। এরপর চট্টগ্রাম থেকে ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুরে নামেন। সেখান থেকে একটি ট্রাকে উঠে বৃহস্পতিবার সকালে পোরশায় আসেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খাঁন বলেন, রুবেলকে উপজেলার কালাইবাড়ি বাজারে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এনটি