পাবনা: পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে পাবনার সাঁথিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নাজির উদ্দিন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দশজন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে বলে জানা গেছে।
নিহত নাজির দয়রামপুর গ্রামের ইলবাজ প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভপতি দয়রামপুর গ্রামের বাসিন্দা এনামুল কবির শশি ও তাজমুল হোসেন মেম্বার পক্ষের মধ্যে জমা সংক্রান্ত বিষয় ও আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি শশি গ্রুপের জসিম উদ্দিন নামে এক জনকে মারধর করে তাজমুল মেম্বার গ্রুপের লোকজন। তিনি হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের পাল্টা-পাল্টি ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা হয়। এ সময় নাজিরসহ অন্যরা ছাত্রলীগ নেতা শশির বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এই বিষয়টি প্রতিপক্ষরা জানতে পেরে তাজমুল ও তার লোকজন ওই বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নাজির ও তাজমুলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের মধ্যে সুমন হোসেন, নাছির উদ্দিন, ইলবাজ প্রামাণিক, রাজা হোসেন, জোলেকা খাতুন, তাজমুল মেম্বারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সংঘর্ষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষ ও হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঘটনার বিষয়ে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলানিউজকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন তিন-চার জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলে জানা গেছে। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস