ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আগরতলায় বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
আগরতলায় বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে শুক্রবার(২৬ মার্চ) উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস।  

প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সহকারী হাই কমিশনার মোহাম্মাদ জোবায়েদ হোসেন।

তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পর এক মিনিট নীরবতা পালন করা হয়।  

এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠানো বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও পরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়। এ অনুষ্ঠানে সহকারী হাইকমিশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. জাকির হোসেন ভূইয়া, প্রথম সচিব (স্থানীয়) এস এম আসাদুজ্জামানসহ সহকারী হাই কমিশনের অন্যান্য কর্মকর্তার ও আগরতলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ দিবস উপলক্ষে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ, ২০২১
এসসিএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।