ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে লাঠির আঘাতে যুবক নিহত, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
বাঞ্ছারামপুরে লাঠির আঘাতে যুবক নিহত, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সালিশ বৈঠকে লাঠির আঘাতে এলাহী মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাহী মায়ারামপুর গ্রামের বজলু মিয়ার ছেলে। সকালে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের দুই ছেলে নাজির হোসেন ও আমির হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাতে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে অংশ নিতে মানিকপুরে আসেন আমির হোসেনের শ্যালক এলাহী মিয়া। কিন্তু সালিসে আসায় নাজিরের পক্ষ নিয়ে তার চাচাতো ভাইয়ের ছেলে মেহেদী হাসান লাঠি দিয়ে এলাহীর মাথায় আঘাত করেন। এ ঘটনায় গুরুতর আহত এলাহীকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।  

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, এ ঘটনায় নিহতের বোন পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।