ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে ট্রাকচাপায় মেডিক্যাল অফিসার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
পলাশে ট্রাকচাপায় মেডিক্যাল অফিসার নিহত

নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রাকের নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৩৮) নামে এক মেডিক্যাল অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে হারুন অর রশিদ নামে আরো একজন ডাক্তার।

 

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাগপাড়া প্রাণ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আনাহুলা ইউনিয়নে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মোস্তফা সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে পলাশ থেকে ঘোড়াশালে যাচ্ছিলেন। তখন একটি পণ্যবাহী ট্রাক ঘোড়াশালে যাচ্ছিলো। মোটরসাইকেলটি প্রাণ কোম্পানির ৩ নম্বর গেটের রোড ডিভাইডারের সামনে এলে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় দুইজন। তখন পেছনে থেকে আসা ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা। এসময় মোটরসাইকেল চালক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক ডাক্তার হারুন আর রশিদ আহত হন। পরে আহতদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাস্তার পাশের সিসি টিভির ফুটেজে দেখা যায় রোড ডিভাইডারে স্লিপ খেয়ে বাইকটি পড়ে গেলে মোস্তফা রাস্তার মাঝে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের লোকদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।