গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফাসিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের ফিরোজ কবির (৩০) ও একই গ্রামের মোহন মিয়া (২৮)। তারা দু’জনই অটোরিকশার চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতলা বাজার এলাকায় উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত দু’টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দু’টির চালক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআই