পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো। সেদিন জাতির পিতাসহ এদেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ বির্নিমাণ করা।
শুক্রবার (২৬ মার্চ) উপজেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এদেশের পবিত্র জাতীয় সংসদে দেলোয়ার হোসেন সাঈদীকে সংসদ সদস্য (এমপি) করে সেখানের (জাতীয় সংসদ) মর্যদাকে কলঙ্কিত করা হয়েছে। শাহ আজিজকে প্রধানমন্ত্রী, আলী হাসান মুজাহিদের মতো ঘৃণিত রাজাকদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তকে অপমান করেছে।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য সরকারের সময়ে এদেশের মুক্তিযোদ্ধারা অবহেলিত থাকেন। স্বাধীনতাকালে পাকিস্তানিরা এদেশের অনেক মুক্তিযোদ্ধাদের ঘর পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে তাদের পাকা ঘরের ব্যবস্থাসহ তাদের সম্মানীভাতা বৃদ্ধি করেছেন। সরকারি পরিবহনে তাদের ভাড়া মওকুফসহ বিনা টাকায় আজীবন চিকিৎসা ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে।
উপজেলা স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ প্রমুখ।
এ সময় মন্ত্রীর নিজস্ব অর্থায়নে উপজেলার প্রায় অর্ধসহস্রাধিক মুক্তিযোদ্ধাসহ শহীদ মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের লাল-সবুজের পাঞ্জাবি ও শাড়ি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এনটি