ঢাকা: রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভেতরে অবস্থান করছে মোদীবিরোদী আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে মসজিদের ভেতরে নিয়ে যায়।
এদিকে পুলিশও ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এতে ঘটনাস্থল মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের সঙ্গে থাকা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে তাদের ধাওয়া দেয়। সংঘর্ষে অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। একজনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা পুলিশকে আঘাত করতে ইট-পাটকেল ছুড়ছে। এদিকে পুলিশও ধারাবাহিকভাবে টিয়াশেল নিক্ষেপ করছে। পরে পরিস্থিতি আরও খারাপ হলে পুলিশ জলকামান ও এপিসি নিয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে অবস্থান নেয়। এরপরও মসজিদের ভেতর থেকে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অনবরত ইট-পাটকেল ছুড়ছে আন্দোলনকারীরা। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। মসজিদের ভেতর এখনও পুলিশ অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসজেএ/এমএসআই/আরবি