নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর চাপায় মো. রাব্বি (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামের বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ফারুক হোসেন বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল রাব্বি। পথে বড়পোল এলাকায় মাটিবাহী একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাক্টর চালক ও তার সহযোগিকে (হেলপার) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ট্রাক্টরটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআরএস