পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৌর এলাকার গাজীপুর গ্রামে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে পিরোজপুর পুলিশ সুপার (এসপি) মো. হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক পাঁচজন হলেন- ভাণ্ডারিয়া সদরের জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ গাজীপুর গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণ করেন স্থানীয় আট যুবক। পরে সেখান থেকে দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূকে স্থানীয় দক্ষিণ-পশ্চিম গাজীপুরের নবীন-প্রবীনের বাগানে নিয়ে আবারও গণধর্ষণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে আটক করা হয়। পলাতক অন্য অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে। গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআরএস