ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
ধামরাইয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা প্রতীকী

সাভার (ঢাকা): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে আল-আমিন (২৬) নামে ব্যাটারিচালিত একটি ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে ধামরাই পৌরসভা শহরের মাধববাড়ী ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।  

এ ঘটনায় অভিযুক্ত আল-মাহফুজ ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোয়ালীপাড়া এলাকার ফচির ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে আল-আমিনের ইজিবাইকের সঙ্গে গোয়ারীপাড়া মহল্লার আল-মাহফুজের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এনিয়ে এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আল-আমিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মাহফুজ। এতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।