ব্রাহ্মণবাড়িয়া: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ও দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্ররা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (২৬ মার্চ) বিকেলে থেকে শহরের টিএরোড, মঠেরঘোড়া, কুমারশীলমোড়, সদর মডেল থানা, রেলস্টেশন ও কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্ররা।
এ ঘটনার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। সদর থানার চারপাশ ঘিরে রেখেছে বিক্ষুব্ধ জনতা। তার ইট-পাটকেল মেরে থানার সামনে অংশ ভাঙচুর করে।
এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এনটি