ফেনী: ফেনীর ফুলগাজীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের দাওয়াত ও সম্মান না জানানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে এসময় মুক্তিযোদ্ধাদের বাকবিতণ্ডা করতে দেখা গেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্ষুব্ধদের শান্ত করেন ফুলগাজী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর অভিযোগ করে বলেন, আগের অনুষ্ঠানগুলোতে দাওয়াত ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হতো, কিন্তু এবার তা করেনি। যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করলেও আজ অবমূল্যয়ন হতে হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আনুষ্ঠানিক কোন চিঠি দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের পক্ষে কাউকে ক্রেস্টও দেওয়া হয়নি। অথচ বাইরের কিছু মানুষকে সম্মান জানিয়ে ক্রেস্ট দেওয়া হচ্ছে। এ ধরনের ন্যক্কারজনক কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার শাস্তি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম বাংলানিউজকে জানান, আমরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেছি, নাস্তা ও সম্মানীর ব্যবস্থা রাখা হয়েছে।
উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কতুব উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসএইচডি/এনটি