ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি হাসান আলী, সম্পাদক সোহাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি হাসান আলী,  সম্পাদক সোহাগ হাসান আলী মিয়া ও সাধারণ সম্পাদক সোহাগ হায়দার

পঞ্চগড়: প্রবীণ ও নবীনের সমন্বয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক ডিজার হোসেন বাদশার সভাপতিত্বে তেঁতুলিয়ার বাস-টার্মিনাল এলাকায় সাধারণ সভার আয়োজন করে এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে আগামী তিন বছরের জন্য তেঁতুলিয়া প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদকমণ্ডলী ১৭ জন এবং অন্যদের কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।  

প্রবীণ সাংবাদিক তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়াকে (দৈনিক বজ্রশক্তি) সভাপতি ও নবীন সাংবাদিক সোহাগ হায়দারকে (বাংলানিউজটোয়েন্টিফোর) সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম রতনকে (আমার সংবাদ) সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রতন

এ সময় প্রবীণ ও নবীন উপস্থিত সাংবাদিকরা নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকতার মাধ্যমে আত্মপ্রকাশ করা হবে বলে জানান নবাগত কমেটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।