ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৩০ ঘণ্টা পর নিখোঁজ জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
৩০ ঘণ্টা পর নিখোঁজ জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে কবুতর উদ্ধার করতে ভৈরব নদীতে নেমে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর জাহাজ শ্রমিক রকিবুল ইসলাম লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে জাহাজের কাছে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জের খাদ্যগুদাম ঘাটে নোঙর করা এমভি প্রগতি গ্রিনলাইন-১ নামে জাহাজ থেকে কবুতর উদ্ধার করতে ভৈরব

নদীতে নেমে নিখোঁজ ছিলেন লিমন। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও নিখোঁজের সন্ধান মেলেনি।

নিহত লিমন মাগুরার লক্ষ্মীপুরের কোরবান আলীর ছেলে। তিনি ওই জাহাজের শ্রমিক ছিলেন।

জাহাজের অন্য শ্রমিক-কর্মচারী সবার সামনে থেকেই লিমন পড়ে গেছে এমন দাবি করে লিমনের চাচা লিটন শেখ বাংলানিউজকে বলেন, ২৫ মার্চ সকালে সবার সামনেই জাহাজ থেকে নদীতে পড়ে যান লিমন। জাহাজে থাকা অন্য শ্রমিকরা চেষ্টা করলে লিমন বেঁচে যেতেন। জাহাজের অন্য শ্রমিকদের ব্যর্থ্যতার কারণে লিমনের মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকেই নিখোঁজ লিমনের সন্ধ্যানে আমাদের ডুবুরি দলসহ উদ্ধার অভিযান শুরু করা হয়। কিন্তু তীব্র স্রোত ও নদীর গভীরতা বেশি থাকায় তাকে খুঁজে পাইনি। শুক্রবার বিকেলে জাহাজের কাছে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।