ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ওড়াকান্দির ঠাকুরবাড়ি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ওড়াকান্দির ঠাকুরবাড়ি 

গোপালগঞ্জ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দির ঠাকুরবাড়ি।

শনিবার (২৭ মার্চ) তিনি ওড়াকান্দির ঠাকুরবাড়ি সফরে যাবেন।

টুঙ্গিপাড়া থেকে তিনি বেলা ১১টা ৩৫ মিনিটে হেলিকাপ্টারে ওড়াকান্দি রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর তিনি ঠাকুরবাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান ১৫ মিনিট অবস্থানের পর ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ঠাকুরবাড়িতে দুই স্তরের নিরাপত্তা বেষ্টনীসহ করা হয়েছে নানা উন্নয়নমূলক কাজ। চারটি হেলিপ্যাড, ভিআইপি লাউন্স, মতবিনিময় সভা করার জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। ঠাকুরবাড়িতে ঢোকার দুইটি সড়ক প্রশস্তকরণসহ নতুন করে নির্মাণ করা হয়েছে। ঠাকুরবাড়ির হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরসহ বিভিন্ন স্থাপনা সৌন্দর্যবর্ধনসহ শোভা বর্ধনের কাজ শেষ হয়েছে। মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য দুইটি ভেন্যু প্রস্তুত করা হয়েছে। পুরো ঠাকুরবাড়িসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ঠাকুরবাড়িতে আগত দর্শনার্থী ও পূন্যার্থীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ঠাকুরবাড়ি আইন শৃঙ্খলার বাহিনীর নজরবাড়িতে রয়েছে। শুধুমাত্র ঠাকুরবাড়ির সদস্যরা অবাদে যাতায়াত করতে পারছেন। শনিবার নির্ধারিত মতুয়া নেতারা ঠাকুর ঠাকুর বাড়িতে প্রবেশ করতে পারবেন। তদের সঙ্গে নরেন্দ্র মোদীর মতবিনিময় করবেন।  

এদিকে, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি ও আশপাশের সাড়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে বাঁশ দিয়ে দুই স্তুরের নিরাপত্ত বেষ্টনী তৈরি করা হয়েছে। ঠাকুরবাড়িতে প্রবেশ সড়কে বাংলাদেশের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ছবিসহ রংবেরঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। নরেন্দ্র মোদীর আসার খবরে খুশি ঠাকুরবাড়ির সদস্যসহ এলাকাবাসী। মোদী আসছে এ খবরে ঠাকুর বাড়িতে খুশি আর আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ কথায় ঠাকুর বাড়িতে অনেক উৎসবের আমেজ চলছে।  

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে শুক্রবার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরকালে তিনি ২৭ মার্চ প্রথমে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পরিদর্শন করবেন। এরপর তিনি গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। সেখানে তিনি শ্রীশ্রী হরিচাঁদ ও গুরচাঁদ ঠাকুরের মন্দিরের পূজা দেবেন। মতবিনিময় করবেন মতুয়া নেতাদের সঙ্গে। তবে নরেন্দ্র মোদীর প্রস্তাবিত এ ওড়াকান্দি সফর অনেকটা রাজনৈতিক বলে মনে করছেন কেউ কেউ। পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনে মতুয়াভক্তদের ভোট টানতে তিনি ওড়াকান্দির ঠাকুরবাড়ি আসছেন বলে অনেকেই মনে করছেন।

ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্য ও কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়াকান্দির ঠাকুরবাড়িতে আসছেন। তার এ সফরকে ঘিরে ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনের ৯ জনের একটি প্রতিনিধি দল ওড়াকান্দির ঠাকুরবাড়ি ঘুরে গেছেন। এরপর থেকে পুরো ঠাকুরবাড়ি গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভারতের প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদীতে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস জানান, নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে গণপূর্ত বিভাগ কর্তৃক ঠাকুর বাড়িতে একটি ভিভিআইপি লাউন্স, মতবিনিময় সভার করার জন্য দুই ভেন্যু, সার্বিক নিরাপত্তার সিসি ক্যামেরা স্থাপন, লাইটিং, বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি, সড়কের দুই পাশে দুই দেশের জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধুসহ দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানোসহ নানা উন্নয়ণমূলক কাজ ও শোভাবর্ধনের কাজ শেষ করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বাংলানিউজকে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীসহ দুই দেশের ভিভিআই-রা কাশিয়ানীর ওড়াকান্দিতে যাবেন। তাই ‍পুরো ওড়াকান্দিকে নিরাপত্তার চাদরের ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ ওড়াকান্দিতে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি ও আশপাশের এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এখানে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে।  

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশিয়ানীর ওড়াকান্দিতে সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সফরকে কেন্দ্র করে ওড়াকান্দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৬২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।