ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে সালিশি বৈঠকে সংঘর্ষে ৩ খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
মুন্সিগঞ্জে সালিশি বৈঠকে সংঘর্ষে ৩ খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

নিহত আওলাদ হোসেন মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মোট ২৭ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন করেন।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল পর্যন্ত এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় পাঁচ জনকে গ্রেফতার করেছে এবং তদন্তের জন্য আটক করা হয়েছে এক জনকে।  

দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ আদালতে গ্রেফতার পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয়। পরিবর্তীকালে শুনানি হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টার দিকে মামলাটি দায়ের করা হয়।  

গ্রেফতার পাঁচজন হলেন- জামাল হোসেন (৫০), জাহাঙ্গীর হোসেন (৫৫), রনি (২২), ইমরান হোসেন (২০) ও রাহুল প্রধান (২০)। আর তদন্তের জন্য আটক করা হয়েছে গ্রেফতার জামালের স্ত্রী নাসরিন বেগমকে (৪০)।  

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজীব খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে। এজাহার নামীয় আসামিদের মধ্যে গ্রেফতার পাঁচ জনকে আদালতে পাঠানো হয়। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানির দিন ধার্য করা হয়নি। গ্রেফতাররা কারাগারে আছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইভটিজিং নিয়ে দু’পক্ষের বিরোধ মীমাংসা চলছিল মিন্টুর বাড়ির সামনে জামালের দোকান প্রাঙ্গণে। বৈঠকের একপর্যায়ে ইমন পাঠান ও অভি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ছুরিকাঘাতে ইমন, সাকিব ও মিন্টু মাটিতে লুটিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমন পাঠানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর অবস্থায় সাকিব ও মিন্টুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে সাকিবের মৃত হয়। আর বৃহস্পতিবার দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টুর মৃত্যু হয়।  

গত ২৪ মার্চ রাতে ইভটিজিং নিয়ে দু’টি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন ইমন হোসেন (২৩), মাহবুব হোসেন সাকিব (১৯) ও আওলদা হোসেন মিন্টু প্রধান (৪০)। এদের সবার বাড়ি উত্তর ইসলামপুর এলাকায়।

* মুন্সিগঞ্জে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ৩

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।