ঢাকা: দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তায় এ আমন্ত্রণ জানান তিনি।
ইমরান খানের পক্ষে শুভেচ্ছা বার্তা পাঠ করেন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাসিফ জামিল।
ইমরান খান বলেন, শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের দুই দেশের মধ্যে পুনর্মিলন এবং বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা মনে করিয়ে দেয়। আমাদের এ গভীর সম্পর্ক এগিয়ে নিতে আমি আপনাকে (শেখ হাসিনা) পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাই। আমি আশাবাদী, এর ফলে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে।
পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ইমরান খান আরও বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তার ভ্রাতৃত্বের সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
ডিএন/এমজেএফ