ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে রাস্তা অবরোধ, আহত ৮ জন ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
যাত্রাবাড়ীতে রাস্তা অবরোধ, আহত ৮ জন ঢামেকে ভর্তি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন মাদ্রাসারছাত্ররা। এ সময় ৮ জন আহত হয়েছে।

আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা।

আহত আট জন হলেন-আবু বক্কর (২২), সাব্বির রহমান (২২), আবু তৈয়ব (২২), শাহিন (১৯), মকবুল (৩৫), নুরুল্লাহ (২২) এবং মারধরে আহত যুবলীগ সদস্য সজিব (৩২) ও মামুন (৩২)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৬ জনের শরীরে শটগানের গুলি রয়েছে। তবে, কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, কুতুবখালী মাদ্রাসার সামনে মাদ্রাসার ছাত্ররা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।