চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (৬২) ও তার স্ত্রী রোকসানা বেগম নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের উপজেলার দামপুরা এলাকায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের দামপুরা নামক স্থানে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী রোকসানা গোমস্তাপুর হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এএটি