ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোদীকে বরণ করতে প্রস্তুত টুঙ্গিপাড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
মোদীকে বরণ করতে প্রস্তুত টুঙ্গিপাড়া

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌরসভার প্রায় ৩ কিলোমিটার সড়ক সাজসজ্জার কাজ করা হয়েছে।

সড়কে আঁকা হয়েছে বিভিন্ন আলপনা।

সড়কের দুই পাশে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকার পাশাপাশি না রংয়ের পতাকা লাগানো হয়েছে। পুরো সড়কে সাদা কাপড়ের ওপর লাল ও সবুজ নেট দিয়ে একটি ভিন্ন আভা তৈরি করা হয়েছে। এছাড়া সড়কের দুই পাশে বঙ্গবন্ধুর ছবি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে বাংলা ও ইংরেজিতে লেখা বড় বড় বোর্ড স্থাপন করা হয়েছে। ওই সড়কের কিছু অংশে লাইটিংও করা হয়েছে।  এদিকে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র গণপূর্ত বিভাগ বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সাজসজ্জা ও শোভা বর্ধনের কাজ করা হয়েছে। পুরো সমাধিসৌধ কমপ্লেক্সে নতুন করে রং ও ধোয়া-মোছা কাজ করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পুরো মাজার কমপ্লেক্সে সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্সে বাহারি রংয়ের লাইটিং করা হয়েছে। বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরি ভবন, সমাধিসৌধ কমপ্লেক্সের রাস্তা ও গাছে গাছে লাইট লাগানো।  বিভিন্ন বয়সের মানুষ এসব সাজসজ্জা দেখতে আসছেন। অনেকেই এসব সাজসজ্জা ক্যামেরাবন্দি করছেন।

স্থানীয়রা জানান,  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসায় টুঙ্গিপাড়াবাসী খুব খুশি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এতে তারা মহাখুশি ও আনন্দিত। তারা মনে করেন এ সফরের মধ্য দিয়ে দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র টুঙ্গিপাড়া পৌরসভা থেকে ব্যাপক সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে। দুই প্রধানমন্ত্রীর ও বঙ্গবন্ধুর ছবি সড়কের দুই পাশে স্থাপন করা হয়েছে।  

তিনি আরও বলেন, এখন দুই প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা প্রস্তুত।   

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।