ব্রাহ্মণবাড়িয়া: আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) বিকেলে হেফাজত নিয়ন্ত্রিত চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
শুত্রুবার রাত ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় তিন নাম্বার প্লাটফর্ম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মাইনুল ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনের সব কিছু আগুনে পুড়ে যাওয়ায় গার্ড সিগন্যালের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করছি। একে একে আটকা পড়া সব ট্রেনগুলো এখন গন্তব্যের দিকে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
আরএ