সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে জান্নাতি খাতুন (১০) ও বাচ্চু মিয়ার মেয়ে ইতি খাতুন (১৩)। জান্নাতী ভায়াট সরকারি গ্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ইতি ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, সকালে ভায়াট গ্রামের একটি পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায় মালিক। এরপর পানিতে ভেসে ওঠা মাছ ধরতে গ্রামবাসী পুকুরটিতে নামে। এ সময় জান্নাতি ও ইতিও মাছ ধরতে নামে। মাছ ধরার একপর্যায়ে শিশু দু’টি পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ বাংলানিউজকে জানান, নিহত শিশুদের অভিভাবকরা বলছেন, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবুও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসআরএস