ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: না.গঞ্জ শহীদ মিনারে প্রবেশ নিষেধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
করোনা: না.গঞ্জ শহীদ মিনারে প্রবেশ নিষেধ

নারায়ণগঞ্জ: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে শহীদ মিনারের প্রধান ফটক তালা লাগিয়ে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেটিভ সুপারভাইজার মোশাররফ হোসেন হারুন।  

করোনার সংক্রমণ বাড়লেও শহীদ মিনারে আড্ডা বন্ধ করা যাচ্ছিল না। বার বার নির্দেশনা দিয়েও কোনো লাভ হয়নি বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন শহীদ মিনারে বাড়ে আড্ডা। জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা যায় না। তাই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।