ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ঠাকুরগাঁওয়ে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুত্রবধূ দেলোয়ারা বেগমের (৩৮) লাঠির আঘাতে শাশুড়ি মহিরুল ওরফে ট্রুলি বেগমের (৭৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিরুল কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মৃত মহির উদ্দীনের স্ত্রী। দেলোয়ারা বেগম নিহত মহিরুলের ছোট ছেলে মশিউরের স্ত্রী।

পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দেলোয়ারাকে গ্রেফতার করেছে।

জানা গেছে, সোমবার (২৯ মার্চ) রাতে নিহত মহিরুলের সঙ্গে দেলোয়ারার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ারা লাঠি দিয়ে তার শাশুড়িকে আঘাত করে। পরে সেই অবস্থায় ঘুমিয়ে পড়ে তার শাশুড়ি। এরপর পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। পরে সকালে আর ঘুম থেকে উঠেনি শাশুড়ি।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বাংলানিউজকে বলেন, নিহত মহিরুলের মেয়ে সালেহা তার ভাবি দেলোয়ারার নামে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিয়ষটি আরও তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ: ০০২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।