যশোর: যশোরে মুরসালিন হোসেন নিরব নামে এক স্কুল ছাত্রকে অপহরণ ও চাঁদা দাবির মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানে হয়।
এর আগে, সোমবার (২৯ মার্চ) রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আসামিরা হলেন- বেজপাড়া আনসার ক্যাম্পের পেছন এলাকার মজিবর রহমানের ছেলে মানিক ও আব্দুল্লাহ’র ছেলে আহাদ ওরফে অভি।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বাংলানিউজকে বলেন, গত ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউশনের সামনে থেকে ছুরির ভয় দেখিয়ে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র মীর মুরসালিন হোসেন নিরবকে অপহরণ করে দুর্বৃত্তরা। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫৪০ টাকা কেড়ে নেয়। এরপর তাকে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে নির্মম নির্যাতন চালায় এবং মোবাইল ফোনে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় এজাহার দাখিল করা হলে গত ২৮ মার্চ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে সোমবার রাতে ওই দুই আসামিকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
বাংলাদেশ: ০২৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ইউজি/কেএআর