ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ঢাকা: ঢাকাস্থ রাশিয়ান হাউসে (রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে সপ্তাহব্যপী কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জনিয়েছে রাশিয়ান হাউস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবি এবং আলোকচিত্র নিয়ে সপ্তাহব্যপী প্রদর্শনীর আয়োজন করা হয়। এই সব কার্যক্রমে রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ বাংলাদেশের বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসঙ্গে শ্রদ্ধা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।

এর আগে গত ২২ মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান আবদুল কালাম আজাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য শাহিনুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।