ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাল দখল করে স্থাপনা নির্মাণ, তিন শ্রমিকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
খাল দখল করে স্থাপনা নির্মাণ, তিন শ্রমিকের কারাদণ্ড খাল দখল করে স্থাপনা নির্মাণ, তিন শ্রমিকের কারাদণ্ড। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করার অপরাধে তিন নির্মাণ শ্রমিককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বাবুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাবুগঞ্জ বাজারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকালে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় পনির (৩২), সিরাজুল ইসলাম (২৩) ও মো. আলী (৩২) নামের তিন নির্মাণ শ্রমিককে ঘটনাস্থল থেকে আটকের পর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ: ০৬০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।