ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নির্দেশ অমান্য করায় বগুড়ায় ৬ কোচিং সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
নির্দেশ অমান্য করায় বগুড়ায় ৬ কোচিং সেন্টার সিলগালা

বগুড়া: দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল-কোচিংসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ থাকলেও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়ায় কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে ৬টি কোচিং ও ব্যাচভিত্তিক প্রাইভেট হোমকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে জলেশ্বরীতলায় কোচিং এবং ব্যাচভিত্তিক প্রাইভেট হোমগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টার এবং প্রাইভেট শিক্ষকেরা পালিয়ে যান। পরে ৬টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। করোনার সংক্রমণ রোধে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।