ঢাকা: একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়।
এ অধিবেশনের শুরুতেই পাঁচ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। এরা হলেন- মো. গোলাম কুদ্দুস, মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক ও সাহাতারা মান্নান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের অগ্রবর্তী তালিকা অনুযায়ী অধিবেশনে সভাপতিত্ব করবেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসকে/এমআরএ