রাজবাড়ী: অবশেষে সন্ত্রাসীদর গুলিতে আহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মণ্ডল (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল গনি মণ্ডল দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়া এলাকার বিন্দু মোল্লার ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
এর আগে, বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের তার নিজ বাড়ির পাশে তাকে গুলি করেন দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে সাভার এনাম মেডিক্যালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাতে ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল গণি। কিছু দূর যেতেই মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সাভার এনাম মেডিক্যালে পাঠানো হয়েছিল। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুতই অপরাধী শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পদ্মার মোড় নামক এলাকাতে সন্ত্রাসীরা মারাত্মকভাবে কুপিয়ে জখম করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলকে। বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এনটি