ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কার্টন শিল্প রক্ষায় ৭ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
কার্টন শিল্প রক্ষায় ৭ দফা দাবি কার্টন শিল্প রক্ষায় ৭ দফা দাবি। ছবি: বাংলানিউজ

ঢাকা: কার্টন শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স এসোসিয়েশন।

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির সভাপতি এম. এ. বাশার পাটোয়ারী এ দাবি জানান।  

সংবাদ সম্মেলনে বাশার পাটোয়ারী বলেন, স্থানীয় শিল্প কারখানার কার্টন চাহিদা মেটানাের জন্য স্বাধীনতার পর থেকে বাংলাদেশে লােকাল প্যাকেজিং শিল্পের বিকাশ ঘটে। লোকাল প্যাকেজিং শিল্পের মালিকরা একান্ত নিজেস্ব অর্থায়নে তিল তিল করে গড়ে তােলে এই শিল্প। সরকারকে ভ্যাট ট্যাক্স প্রদানসহ সকল নিয়মনীতি মেনে এই শিল্প বিকশিত হয়েছে। বর্তমানে এই শিল্প থেকে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ও রাজস্ব আদায় হচ্ছে। অথচ কতিপয় অসাধু ব্যবসায়ীদের 
যোগসাজসে প্রতিবছর এই সেক্টরে সুনামির মতো আঘাত করছে। ফলে ইতোমধ্যে কিছু প্যাকেজিং শিল্প বন্ধও হয়ে গেছে।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- কাগজের মূল্য স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনা, লােকাল প্যাকেজিং ও প্যাকেজিং কাগজকল উভয়ই প্রস্তুতকারী প্রতিষ্ঠান হওয়াতে প্যাকেজিংয়ের মতো কাগজের ১০০ শতাংশ মূল্যের উপর ১৫ শতাংশ ভ্যাট আরােপ করতে হবে, কাগজকল মালিকদের ১৫ শতাংশ ভ্যাট ছাড়া প্যাকেজিং কাগজ বিক্র বন্ধ করতে হবে এবং সরকারি রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া কাগজকলগুলােকে ও লােকাল প্যাকেজিং শিল্পকে লাভজনক করার জন্য সরকারি কাগজকলগুলাে বাংলাদেশ লােকাল কার্টন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কাছে হস্তান্তর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।