সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় থেকে রেজি আহম্মেদ (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে এলাকায় নিজ ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেজি রংপুর সদর উপজেলার মৃত লিটন আহম্মেদের স্ত্রী বলে জানা গেছে। তিনি আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় ভাড়া থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস