ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় ট্রাকচাপায় রঞ্জু খান (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রঞ্জু কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে করে গাজীপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন রঞ্জু। পথে পাঁচলিয়া এলাকায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আরোহী রঞ্জু। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।