ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘর এ ফলাফল ঘোষণা করা হয়।
গত ১৭ মার্চ দেশব্যাপী অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ফলাফল অনুযায়ী রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে শৈহাইনু মার্মা (রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ), মো. সাইফুল ইসলাম (বিওএফ হাইস্কুল, গাজীপুর), সাব্বির আহমেদ দিগন্ত (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ)।
এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন-যথাক্রমে জারিফ ওয়াজির মিয়া (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), জানিয়া ইয়ারা আনিয়া (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও), জুয়াইরা তাসনুভা (খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)।
‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন- যথাক্রমে রণিত অধিকারী (ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়), সপ্তর্ষি রহমান (হিড ইন্টারন্যঅশনাল স্কুল, মিরপুর), রাজদ্বীপ ভূঁইয়া (জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি, নোয়াখালী)।
‘গ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে নুরুল আফতাব (এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ), অনন্যা চৌধুরী (চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), মো. মেজবাউল ইসলাম রাফি (সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ)।
এ উপলক্ষে আয়োজিত অনলাইন বক্তব্যে শিশু কিশোরদের উদ্দেশ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘করোনার এ সঙ্কটে বিজ্ঞান জাদুঘর শিক্ষার্থীদের প্রাণবন্ত রেখেছে। বাংলাদেশ প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। আগামীতে শিশু কিশোরদের মেধা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সম্মানজনক অবস্থান নেবে। করোনাকালীন এ সময়ে শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনায় মনোযোগী, বাবা-মার প্রতি শ্রদ্ধাশীল, মহান আল্লাহর প্রতি আনুগত্য রেখে নৈতিক জীবনযাপন করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসএমএকে/ওএইচ/