ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মর্টার শেল-হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
সিলেটে মর্টার শেল-হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী সিলেটে মর্টার শেল-হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের জাফলং থেকে উদ্ধার করা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বেলা ১টার দিকে স্থানীয় নয়াগাঙ্গেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করে।

গত ২২ মার্চ ডাউকি নদীর নয়াগাঙ্গেরপাড় (ভাউরভাগ) এলাকায় বারকি নৌকা দিয়ে শ্রমিকরা বালু উত্তোলন করতে গেলে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেল দেখতে পান।

একই স্থানে দুইদিনের ব্যবধানে গত ২৪ মার্চ মাটি কাটতে গিয়ে শ্রমিকরা একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পান।

পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে সেনাবাহিনী সিলেট এরিয়ার বোম্ব ডিসপোজাল ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন গালিব ও ক্যাপ্টেন সায়াদের নেতৃত্বে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি আদালতের আদেশক্রমে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ধ্বংস করেছে।

এসময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।