গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জুলেখা খাতুন (৫৯) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) উপজেলার বারিষাব ইউনিয়নের কীত্তুনিয়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। নিহত জুলেখা স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- জুলেখার ভাই তোতা মিয়া, প্রতিবেশী দুলালের ছেলে আলম (৩০) ও আরিফ হোসেন (২০)।
বারিষাব ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুলতান উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আব্দুল খালেকের ছেলে দুলাল মিয়া ও লালু মিয়াদের সঙ্গে তোতামিয়া-জুলেখাদের বিরোধ চলছিল। এ জমি নিয়ে আদালতে মামলা ছিল। বৃহস্পতিবার বিরোধপূর্ণ ওই জমিতে দুলালরা ঘর নির্মাণ করতে গেলে জুলেখা, তার ছেলে বিল্লাল হোসেন, ভাতিজা ওমর আলীসহ পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে দুলাল, তার ভাই লালু মিয়া, দুলালের ছেলে আলম ও আরিফসহ উভয় পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে জুলেখাসহ চারজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জুলেখাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
আরএস/আরবি