ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মাকে অচেতন করে স্কুল ছাত্রী অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
বাবা-মাকে অচেতন করে স্কুল ছাত্রী অপহরণ

বরিশাল: বাবা ও মাকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা অচেতনা আবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাশাইল গ্রামের শহীদ মৃধার মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে পাশ্ববর্তী মাগুরা গ্রামের হারুন শিকদারের ছেলে আবির শিকদার দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে বিভিন্ন ধরনের যৌন হয়রানী করে আসছিলো। এ ঘটনায় বখাটে আবিরের পরিবারের কাছে বিচার দিলে আবির ক্ষিপ্ত হয়। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা শহিদুল মৃধা ও মা বিলকিস বেগমকে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।